এসিএন লাইফ নিউজ, ১ নভেম্বর : পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি । সমস্যায় সাধারণ মানুষ । কলকাতায় ১১০ টাকা পার পেট্রোলের । ডিজেল ১০১ টাকা ।
আজ লিটারে ৩৬ পয়সা বেড়েছে পেট্রোলের দাম । এদিকে লিটারে ৩৭ পয়সা বেড়েছে ডিজেলের দাম ।
পেট্রোলের নতুন দাম ১১০ টাকা ১৫ পয়সা । ডিজেলের দাম ১০১ টাকা ৫৬ পয়সা ।
জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে । পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুর দাম চড়া । পকেটে টান পড়ায় সঙ্কটে মধ্যবিত্ত ।