Home অফবিট ৫৬-তে পা শাহরুখের, সেজে উঠেছে 'মন্নত'

৫৬-তে পা শাহরুখের, সেজে উঠেছে ‘মন্নত’

এসিএন লাইফ নিউজ, ২ নভেম্বর : আজ কিং খানের ৫৬ তম জন্মদিন । চেনা ভঙ্গিতে ফ্যানেদের সামনে এসে হাত নাড়াবেন তিনি । সারাবছর আজকের দিনটির অপেক্ষায় থাকেন তাঁর অনুরাগীরা ।

 

 

 

ইতিমধ্যেই সেজে উঠেছে ‘মন্নত’ । দীপাবলির আগেই উৎসবের আমেজ তাঁর অট্টালিকায় ।

 

 

 

 

শাহরুখের জন্মদিনের দু’দিন আগেই জেল থেকে বাড়ি এসেছে ছেলে আরিয়ান । স্বস্তির নিঃশ্বাস খান পরিবারে ।

 

 

 

 

কিং খানের জন্মদিন উপলক্ষ্যে ফিরে দেখা যাক তাঁর কিছু জনপ্রিয় ছবি…

 

 

 

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে : ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ছবিটি । ২০২১ সালে এসেও একইভাবে ব্লকবাস্টার ছবিটি । শাহরুখ-কাজল জুটির অন্যতম জনপ্রিয় ছবি এটি ।

 

 

 

 

 

 

 

 

 

 

দেবদাস : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই উপন্যাস তৈরি হয় পরিচালক সঞ্জয় লীলা বনশালির ছবিটি । অভিনয় করেছিলেন শাহরুখ খান ।

 

 

 

 

কুছ কুছ হোতা হ্যায় : শাহরুখ-কাজল-রানি মুখোপাধ্যায় অভিনীত রোম্যান্টিক কমেডি ড্রামা এটি ।

 

 

 

 

 

এছাড়াও তাঁর ছবির তালিকায় রয়েছে বাজিগর, ডর, কর্ণ অর্জুন, কল হো না হো, চক দে ইন্ডিয়ার মতো আরও অনেক জনপ্রিয় ছবি ।

 

ছবি সৌজন্য : ইন্টারনেট ও ইনস্টাগ্রাম

 

 

 

 

Most Popular

দশমীর রাত্রে চুরি করতে এসে আটক হল চোর

ঘটনাটি হলদিয়ার ভবানীপুর থানা এলাকার।মণ্ডপে মণ্ডপে মায়ের বিদায়ের প্রস্তুতি। সেখানেই সকলের মন। সেই সুযোগকেই কাজে লাগানোর চেষ্টা করেছিল একদল যুবক। দরজা ভেঙে ঘরে ঢুকে...

Hero লঞ্চ করল আকর্ষণীয় দামে বাজারে নতুন Electric Cycle

ইলেকট্রিক গাড়ি এবং বাইকের এখনও আকাশছোঁয়া দাম। যা কিনা অনেক মধ্যবিত্তেরই নাগালের বাইরে। ফলে তাঁদের বিকল্প হিসেবে রয়েছে ইলেকট্রিক সাইকেল ।বেশি সমস্যায় পড়ছেন মধ্যবিত্ত...

নবমীতে টিকিট কেটে কোটিপতি নদিয়ার যুবক

কোটিপতি হওয়ার স্বপ্ন তিনি দেখতেন দীর্ঘদিন ধরেই। আর এই কারণে অন্যতম 'শর্টকাট' হিসেবে তিনি বেছে নিয়েছিলেন লটারি কেনাকে। আনারুল জানান, একসময় লটারি কাটতে গিয়ে...

এটিই হল ভারতের দীর্ঘতম নামের রেল স্টেশন

প্রতিদিন যে বিশাল সংখ্যক যাত্রী রেল পরিষেবা ব্যবহার করে থাকেন, তাঁদের সুবিধার কথা মাথায় রেখে রেলের তরফেও নেওয়া হয় নানা রকমের পদক্ষেপ। এমনকি বিগত...

Recent Comments