এসিএন লাইফ নিউজ, ২ নভেম্বর : আজ কিং খানের ৫৬ তম জন্মদিন । চেনা ভঙ্গিতে ফ্যানেদের সামনে এসে হাত নাড়াবেন তিনি । সারাবছর আজকের দিনটির অপেক্ষায় থাকেন তাঁর অনুরাগীরা ।
ইতিমধ্যেই সেজে উঠেছে ‘মন্নত’ । দীপাবলির আগেই উৎসবের আমেজ তাঁর অট্টালিকায় ।
শাহরুখের জন্মদিনের দু’দিন আগেই জেল থেকে বাড়ি এসেছে ছেলে আরিয়ান । স্বস্তির নিঃশ্বাস খান পরিবারে ।
কিং খানের জন্মদিন উপলক্ষ্যে ফিরে দেখা যাক তাঁর কিছু জনপ্রিয় ছবি…
দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে : ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ছবিটি । ২০২১ সালে এসেও একইভাবে ব্লকবাস্টার ছবিটি । শাহরুখ-কাজল জুটির অন্যতম জনপ্রিয় ছবি এটি ।
দেবদাস : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই উপন্যাস তৈরি হয় পরিচালক সঞ্জয় লীলা বনশালির ছবিটি । অভিনয় করেছিলেন শাহরুখ খান ।
কুছ কুছ হোতা হ্যায় : শাহরুখ-কাজল-রানি মুখোপাধ্যায় অভিনীত রোম্যান্টিক কমেডি ড্রামা এটি ।
এছাড়াও তাঁর ছবির তালিকায় রয়েছে বাজিগর, ডর, কর্ণ অর্জুন, কল হো না হো, চক দে ইন্ডিয়ার মতো আরও অনেক জনপ্রিয় ছবি ।
ছবি সৌজন্য : ইন্টারনেট ও ইনস্টাগ্রাম