Home খবর আজ কোটি টাকার মালিক ছেলে,একসময় তার মা দিনে ৩০টাকা উপার্জন করতেন

আজ কোটি টাকার মালিক ছেলে,একসময় তার মা দিনে ৩০টাকা উপার্জন করতেন

দিনে ৩০টাকা উপার্জন করে সংসার চালাতেন মা! আজ কোটি টাকার মালিক ছেলে।কথায় আছে যে ইচ্ছা থাকলেই উপায় হয়। আর এই ইচ্ছা শক্তির সাথে যদি শিক্ষার শক্তিও যুক্ত হয়ে যায় তাহলে কোনো মানুষকে সফলতা অর্জন করতে কেউ আটকাতে পারে না।আজ আমরা এই আর্টিকেলে যেই ব্যক্তির বিষয় আলোচনা করতে চলেছি তিনিও শিক্ষা ও পরিশ্রম দ্বার নিজের গরিব জীবনকে পিছনে ফেলে ভারতের ধনী ব্যক্তিদের মধ্য অন্যতম একজন হয়ে উঠেছেন।

শরথ বাবু হলেন সেই ব্যাক্তি। আসুন এই আর্টিকেলের মাধ্যমে জেনেনি শরথ বাবুর সফলতার গল্প।চেন্নাইয়ের মাদিপাক্কামের এক দরিদ্র দলিত পরিবারে জন্ম নেওয়া শরথ বাবু ছোটবেলা থেকেই এক বস্তিতে থেকে বড় হয়েছেন।তার পরিবার বরাবর আর্থিকভাবে খুবই দুর্বল ছিল। শরথ বাবুরা দুই বোন ও দুইভাই ছিলেন। পুরো পরিবারকে লালন-পালন করার দায়িত্ব ছিল শরথ বাবুর মায়ের ওপর।

শরথের মা একটি স্কুলে মিড-ডে মিল মেকার হিসাবে কাজ করতেন। মিড-ডে মিলের চাকরি থেকে প্রতি মাসে প্রাপ্ত ৩০ টাকা বেতন দ্বারা তিনি কোনোভাবে তার সংসার চালাতেন ও বাচ্চাদের ভরণপোষণ করতেন। তবে যেহেতু শরথ বাবুর পরিবারে সদস্য সংখ্যা বেশি হওয়ায় মাত্র ৩০ হাজার টাকায় সংসার চালানো খুব কঠিন হয়ে পরতো শরথ বাবুর মায়ের জন্য।

শরথকে শুধুমাত্র শিক্ষিত হতে চাইতেন না। তিনি একটি ভালো প্রতিষ্ঠান থেকে ভালো ডিগ্রি অর্জন করতে চাইতেন। যাতে তিনি ভালো চাকরি করতে পারেন এবং নিজের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারেন।এমতাবস্থায় তার এক বন্ধু তাকে পিলানিতে অবস্থিত বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, বিআইটিএস, পিলানি সম্পর্কে জানায়। এই ইনস্টিটিউশনে ভর্তি হওয়া মানে ভালো চাকরি পাওয়া অবধারিত।এরপর দিনরাত এক করে পরিশ্রম করার পর শরথ এই ইনস্টিটিউতে এডমিশন পেয়েছিলেন। কি

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments