এসিএন লাইফ নিউজ ডেক্স, ৭ অগাস্ট : অলিম্পিক্সের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে কেউ ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কোনও ইভেন্টে পদক জিতলেন । তাও আবার একেবারে সোনার পদক । জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন নীরজ চোপড়া । ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করেন তিনি ।
সোনা জেতার জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বলেন, টোকিও অলিম্পিক্সে ইতিহাস লেখা হল । নীরজ চোপড়া আজ যা অর্জন করেছে তা আজীবন মনে থাকবে । অসাধারণ ভালো ও আবেগ নিয়ে খেলেছেন তিনি ।
১৩৫ কোটির দেশে প্রথম বার অ্যাথলেটিক্স থেকে পদক এল । প্রয়াত মিলখা সিংহ, পি টি ঊষা, অঞ্জু ববি জর্জ, বিকাশ গৌড়ার মতো ক্রীড়াবিদরা কাছে এসেও পদক জিততে পারেননি । সেই অভাব ঢেকে দিলেন নীরজ । নিঃসন্দেহে ভারতীয় খেলায় তৈরি হল নতুন ইতিহাস ।
ছবি সৌজন্যে এএনআই টুইটার