এসিএন লাইফ নিউজ, ৩০ অগাস্ট : ফের প্যারালিম্পিক্সে সাফল্য ভারতের । টোকিও প্যারালিম্পিক্সে ইতিহাস গড়ে প্রথম সোনা ভারতের । মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ানে সোনা জিতলেন অবনী লেখারা । ২৪৯.৬ পয়েন্ট পেয়ে অবনী গড়লেন প্যারালিম্পিক্স রেকর্ড ।
অবনী লেখারার বাড়ি রাজস্থানের জয়পুরে । পিঙ্ক সিটিরই জেডিএ শ্যুটিং অ্যাকাডেমিতে অনুশীলন করেন তিনি । ২০১২-তে এক দুর্ঘটনায় মেরুদণ্ডে মারাত্মক চোট পান অবনী লেখারা । প্যারাপ্লেজিয়ায় আক্রান্ত হন । কিন্তু, সে প্রতিবন্ধকতা তাঁকে থামিয়ে দিতে পারেনি । বরং, বাড়িয়ে দিয়েছে জেদ, আর ইচ্ছেশক্তি । তার জোরেই রেকর্ড গড়ে সোনা জয়।
অবনীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ট্যুইটে তিনি লেখেন, ‘অলৌলিক সাফল্য । কঠিন লড়াইয়ের পর যোগ্য হিসেবে আপনি সোনা জিতেছেন । পরিশ্রম আর শ্যুটিংয়ের প্রতি ভালবাসার জোরেই এটা সম্ভব হয়েছে । ভারতীয় ক্রীড়াজগতের এ এক বিশেষ মুহূর্ত । ভবিষ্যতের জন্য আগাম শুভেচ্ছা ।’