স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন কিশোর মেজিয়া দামোদর নদীতে।
রাণিগঞ্জে দামোদরের মথুরাচন্ডী ঘাটে তলিয়ে যাওয়া তিন বন্ধু র মধ্যে দুইজনের মৃতদেহ উদ্ধার হয় আজ সকালে । বিপর্যয় মোকাবিলা বাহিনী ঐ মৃতদেহ উদ্ধার করে।
মঙ্গলবার রানীগঞ্জের এক বেসরকারি স্কুলের একাদশ শ্রেণীর তিন ছাত্র প্রাইভেট টিউশন পড়ার নাম করে নদীতে স্নান করতে যায় । সময়ে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজ শুরু করে। তারা নদীতে এলে দেখে ছেলেদের জামা প্যান্ট একজায়গায় ছাড়া রয়েছে।কিন্তু তারা নিঁখোজ ।
https://www.facebook.com/230205334351193/videos/292756155320417
এরপর খবর যায় রাণিগঞ্জ থানায় । ডাকা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কে। গতকাল সন্ধ্যায় তারা একপ্রস্থ চেষ্টা করলেও কাউকে উদ্ধার করতে পারেনি। আজ সকালে ফের উদ্ধার কাজ শুরু হলে দুইজনের দেহ উদ্ধার হয়। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া ।
ডুবে যাওয়া ওই তিন ছাত্র রানীগঞ্জের জ্ঞান ভারতী স্কুলের রোশন সিং ভগৎ পাড়ার বাসিন্দা, অভিষেক মিশ্র কেজি লেনের বাসিন্দা ও অভিষেক মাহাতো বলে জানা গিয়েছে । এদের প্রত্যেকের বয়স 17 বছর। বাকি 1 কিশোরের খোঁজে বিপর্যয় মোকাবিলার টিম ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে।