এসিএন লাইফ নিউজ, ২৯ সেপ্টেম্বর : আগামীকাল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন । মোট বুথের সংখ্যা ২৮৭ । মেন বুথের সংখ্যা ২৬৯ । কোভিড পরিস্থিতির জন্য তৈরি করা হয়েছে ১৮টা অক্সিলিয়ারি বুথ । ভোট কর্মীদের হাতে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার তুলে দেওয়া হয়েছে । পাশাপাশি, প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে বুথ পিছু দেওয়া হচ্ছে ৪টে করে রেনকোট ।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও আগামীকাল রয়েছে ভোট । জঙ্গিপুরে মোট বুথের সংখ্যা ৩৬৩ । মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৭১৫ । সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩২৯ । ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৫ হাজার ৫১১ । দুটি বিধানসভা কেন্দ্রের ৫০ শতাংশ বুথে রয়েছে সিসি ক্যামেরা, মাইক্রো অবজার্ভার ।
জঙ্গিপুরে আরএসপি ও সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত হয়ে যায় । ফলে রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে আগামীকাল হবে ভোট ।
এদিকে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা । আজ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদেও । দুর্যোগের জেরে ব্যাহত হয়েছে ভোট প্রস্তুতি । সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী । জঙ্গিপুরে থাকবে ১ হাজার ৪০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । ১ হাজার ৩০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে সামশেরগঞ্জে ।