Home arrested যাত্রী সেজে টোটো ছিনতাই কারী গ্রেফতার

যাত্রী সেজে টোটো ছিনতাই কারী গ্রেফতার

প্রথমে যাত্রী সেজে টোটোই উঠা ,তারপর চালক কে নেশা জাতীয় পানীয় খাইয়ে টোটো ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচল থানার জিতাল পূর এলকায়। এই ঘটনা এক দুই বার নয় প্রায় চলত । অভিযোগ পেয়ে তদন্তে নেমে চার ছিনতাই কারীকারী কে গ্রেফতার করে মালদাহের চাঁচল থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে নেশা জাতীয় স্প্রে পাউডার ও যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ । ধৃত দের চাঁচল মহকুম আদালতে পেশ করে পুলিশ।

পুলিস সূত্রে জানা যায়, ধৃতরা হল জালাদুল শেখ , শেখ আজাবুল , শেখ মুক্তার , ও শেখ মশিম । এদের প্রত্যেকের বাড়ি মালদহের হরিশ্চন্দ্র পূর এলাকায়।
পুলিস সূত্রে আরও জানা যায়, এই দুষ্কৃতীরা দীর্ঘদিন ধরেই যাত্রী সেজে টোটোতে চেপে সুযোগ বুঝে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নেশা জাতীয় দ্রব্য টোটো চালকে খাইয়ে টোটো ছিন্তায় করে বিহারে পাচার করত।

সম্প্রতি, চাঁচল থানা এলাকার গৌডহণ্ড গ্রাম পঞ্চায়েতের জিতার পূর এলাকা থেকে এই ভাবেই বেশ কয়েকটি টোটো ছিন্তায় করে এই দুষ্কৃতীরা। এই নিয়ে টোটো চালকেরা চাঁচল থানায় অভিযোগ দায়ের ও করেন। গত বৃহস্পতিবার চাঁচলের জিতার পুরের টোটো চালক শঙ্কর ওরাও মালতীপুরের জিতার পূর থেকে তিন যাত্রীকে টোটো তে চাপিয়ে নিয়ে যাওয়ার সময় মালতীপুর থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গায় দেখে নেশা জাতীয় কিছু টোটো চালকের নাকে মুখে স্প্রে করে চালক কে রাস্তায় ফেলে টোটো নিয়ে চম্পট দেয় যাত্রীবেশী ছিন্তায়কারীরা।

পরে পথচারীরা ওই টোটো চালককে প্রথমে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় , কিন্তু অবস্থার অবনতি হওয়াই পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানস্তরিত করা হয়। বর্তমানে টোটো চালক শংকর ওরাও মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments