মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ছ’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক রোগী।মৃতের নাম সাবেরা খাতুন (২৬)। মেডিক্যাল সূত্রে খবর, সাবেরার বাড়ি পুখুরিয়া থানার মাগুরা এলাকায়।
ওই মহিলা আংশিক ভারসাম্যহীন ছিলেন।
কলেজের আউটডোরে চিকিৎসা করাতে আসেন তিনি। এরপরই দুর্ঘটনা ঘটে।ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পান এলাকাবাসী।রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মহিলা। মেডিক্যাল কলেজের চিকিৎসকরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে গেলে চিকিৎসাকেরা মৃত বলে ঘোষণা করেন।
মালদা মেডিক্যাল কলেজের এমএসভিপি পুরঞ্জয় সাহা বলেন, ‘সকাল নাগাদ একজন মানসিক ভারসাম্যহীন মহিলা ছ’তলা থেকে ঝাঁপ দিয়েছেন। ওনার সঙ্গে দাদা ছিলেন। দাদার সঙ্গে থাকাকালীন ঘটনাটি ঘটে। পরে ওনাকে হাসপাতালে নিয়ে আসে হলে মৃত বলে ঘোষণা করে।’