জেলায় রেল পরিষেবা চালুর দাবীতে সাধারণ মানুষের আন্দোলন ঘিরে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী হলো বাঁকুড়ার বিষ্ণুপুরে। বৃহস্পতিবার এলাকার মানুষের এই আন্দোলনের জেরে বেশ কিছুক্ষণ বিষ্ণুপুর স্টেশনে আটকে পড়ে কামাখ্যা এক্সপ্রেস। পরে অবরোধকারীদের ধাওয়া করে সরিয়ে দেওয় হয়।
আন্দোলনকারীদের দাবি, ‘রাজ্যের সর্বত্র যখন ট্রেন চালু হলো তখন বাঁকুড়া, পুরুলিয়া জেলার জন্য কোন ট্রেন দেওয়া হলোনা কেন? এর প্রতিবাদে ও বঞ্চিত বাঁকুড়া বাসীর স্বার্থে ‘হোক প্রতিবাদ’ লেখা ব্যানার নিয়ে তাদের এই আন্দোলন বলে তারা জানিয়েছেন ।
https://www.facebook.com/230205334351193/videos/774889626403511
আন্দোলনকারীরা প্রথমে বিষ্ণুপুর 60 নম্বর জাতীয় সড়কের ওপর রেল ফটক অবরোধ করে ঘন্টাখানেক বিক্ষোভ দেখায় আর ঠিক তখনই বিষ্ণুপুর স্টেশনে আটকে পড়ে 02552 কামাখ্যা এক্সপ্রেস এবং আন্দোলনকারীদের সঙ্গে এক পশলা ধস্তাধস্তি হয় আরপিএফ পুলিশের ।
ফলে যানযটের সৃষ্টি হলে পুলিশ অবরোধ তুলে দেয় । এরপর ১১ টা ২৮ নাগাদ আন্দোলনকারীরা স্টেশনে গিয়ে 02552 কামাখ্যা এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে পড়ে তখন আর.পি.এফ-অবরোধকারী ধাওয়া করে অবরোধকারীদের হাটিয়ে দেয় । এবং আরপিএফ আটক করে এক অবরোধকারীকে ।
পরে ঐ ঘটনার ১৭ মিনিট দেরিতে কামাখ্যা এক্সপ্রেস বিষ্ণুপুর স্টেশন ছেড়ে যায় ।