ট্রেন চালু করার দাবিতে হিন্দমোটর স্টেশনে বিক্ষোভ দেখালো বিজেপি।বুধবার সকালে হিন্দমোটর স্টেশন চত্বরে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল হন বিজেপি নেতা কর্মীরা।
https://www.facebook.com/230205334351193/videos/374182084011436
বিজেপি এদিন দাবি জানায় যাতে সাধারণ মানুষের কথা ভেবে অবিলম্বে ট্রেন চালু করার ব্যবস্থা করে রাজ্য সরকার।এদিন স্টেশনে বিক্ষোভ দেখানোর পর স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন জমা দেয় বিজেপি।অশান্তি এড়াতে মোতায়েন ছিল রেল পুলিশ।