পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ভাতার বাজারের কলপুকুর পাড়ের কাছে বৃহস্পতিবার সাতসকালে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক বধূর।
এদিন সকালে বর্ধমান থেকে কাটোয়াগামী লোকাল ট্রেনটি যাওয়ার সময় ঘটনাটি ঘটে।মৃতার বাড়ি বেলডাঙ্গা গ্রামে বলে জানা গেছে।ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান ওই মহিলা ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন।
https://www.facebook.com/230205334351193/videos/179446920457161
স্থানীয়রা রেলকর্মীদের খবর দেন।তারপর জিআরপিকে খবর দেওয়া হয়।মৃতার বয়স আনুমানিক ৩০ – ৩২ বছরের মধ্যে বলে জানা যায়।