বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে শেষ পর্যন্ত আটকে থাকা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বাজারের উপর পাঁশকুড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের অবৈধভাবে গড়ে ওঠা দলীয় কার্যালয় পুলিশ ভাঙল।
হাইকোর্টের নির্দেশে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতেই পি ডব্লু ডি জায়গার উপর গড়ে ওঠা দলীয় কার্যালয় ভেঙে ফেলা হয় দুটি জেসিবি দিয়ে।
গতকাল তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙতে এলে তৃণমূলের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশদের সে কারনে আজ জেলা থেকে নিয়ে আসে বিশাল পুলিশ ও RAF । এদের উপস্থিতিতে পাঁশকুড়া বাজারের ওপর
NH -6 রোড দড়ি দিয়ে ঘিরে ব্যারিকেড করে দেওয়া হয় যাতে কোনো প্রকার বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাঁর পরেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তৃণমূলের কার্যালয়।জেলা প্রশাসন আধিকারিকদের উপস্থিতিতে ভাঙা হয় তৃণমূলের দলীয় কার্যালয়।