কেন্দ্র সরকারের পেট্রোল, ডিজেল,ও রান্নার গ্যাস,ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পাটনা হাট থেকে মাইশোরা পযর্ন্ত তৃণমূলের একটি মিছিল হয়। মিছিলে পা মেলান কয়েকশ কর্মী সমর্থক। এরপর মাইশোরা মোড়ে একটি পথসভা হয়।
উপস্থিত ছিলেন মাইশোরা অঞ্চলের প্রধান সাইদা সাবানা বানু খাতুন,মাইশোরার তৃণমূল নেতা আবজল শা,উপপ্রধান স্বপন খাঁড়া,পঞ্চায়েত সদস্য চন্দনা সিংহ সহ অনান্য নেতৃত্বরা।এই সভা থেকে বিস্ফোরক বক্তব্য রাখেন তৃণমূলের প্রধান তথা মৃত কুরবান আলী শা এর স্ত্রী সাইদা সাবানা বানু খাতুন।