Home ১ কোটি ৪০ লক্ষ ১ কোটি ৪০ লক্ষ টাকায় টিকিট বিক্রির অভিযোগ বর্ধমানের তৃণমূল নেতার

১ কোটি ৪০ লক্ষ টাকায় টিকিট বিক্রির অভিযোগ বর্ধমানের তৃণমূল নেতার

গত পুরসভা ভোটে তৃণমূলের প্রার্থী হওয়ার জন্য টিকিট কেনাবেচা হয়েছিল বলে প্রকাশ্যে দাবি করলেন পূর্ব বর্ধমানের মেমারি শহর তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আবদুল্লা।শনিবার বিকালে মেমারি শহর তৃণমূলের তরফে চকদিঘি মোড়ে একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় মেমারি শহর তৃণমূলের সভাপতি স্বপন ঘোষাল ছাড়াও ফারুক আবদুল্লা-সহ বেশ কয়েক জন নেতা উপস্থিত ছিলেন। ফারুক বক্তৃতা করতে উঠে আগাগোড়া নিজের দলের কাউন্সিলর ও এক নেতার বিরুদ্ধে সুর চড়ান।

তিনি ওই কাউন্সিলরকে উদ্দেশ্য করেই বলেন, ‘‘১ কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে টিকিট কিনে তুমি কাউন্সিলর হয়েছ। তোমার নেতাও এক কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে টিকিট কিনেছে।’’বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী নেতৃত্ব। জেলা বিজেপির সহ সভাপতি সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূলের আসল স্বরূপ প্রকাশ্যে এনে দিয়েছেন ফারুক আবদুল্লা। টাকা ছাড়া তৃণমূলের কেউ কিছু বোঝে না।

শুধু সরকারি প্রকল্প থেকে কাটমানি খাওয়া নয়, পুরসভা ভোট থেকে শুরু করে যে কোনও ভোটে তৃণমূলের প্রার্থী হতে হলে মোটা টাকা দিয়েই টিকিট কিনতে হয়।’’বিষয়ে বিশদ প্রতিক্রিয়ার জন্য পরে ফারুককে ফোন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বলেন, “রাজনীতিতে সবই চলে। তাই আমি বলেছি। এর বাইরে আর কোনও কথা বলব না।’’ আর মেমারি শহর তৃণমূলের সভাপতি স্বপন ঘোষাল বলেন, “ফারুক যখন মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন তখন আমিও মঞ্চে ছিলাম। একটু পর মঞ্চ থেকে নেমে যাই।

তবে ফারুক তৃণমূলের কাউন্সিলর পদপ্রার্থী হওয়ার জন্য টিকিট কেনাবেচার যে কথা বলেছে সেটা আমিও শুনেছি। ফারুকের বক্তব্য আমি সমর্থন করি না। ফারুক দল সম্পর্কে সঠিক বলেননি।’’বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন বলে দাবি স্বপনের। তৃণমূলের অন্যতম মুখপাত্র দেবু টুডু বলেন, “এমন মন্তব্য দলবিরোধী। যিনি এ সব মন্তব্য করছেন তার দায় তাঁকেই নিতে হবে।’’

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments