গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকলকের ধূলাউড়ির গোকুলচক এলাকায়। পরিবার সূত্রে জানা যায় বিগত কয়েক মাস থেকে চলছিল পারিবারিক বিবাদ।
আজ সকালে নাজির শেখ নামে ওই ব্যাক্তি ক্ষেতের কাজে গেলে সেই সময় বাড়ি ফাঁকা পেয়ে তার স্ত্রী সুলেখা বিবিকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তোলেন তার স্বামী ।
মৃতের স্বামী নাজির শেখ জানান বাড়ি ফাঁকা পেয়ে সুযোগ বুঝে তার ভাই এবং বোন মিলে তার স্ত্রীকে খুন করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।