মৃত মহিলার নথি জাল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই মহিলাকে গ্ৰেপ্তার করলো পুলিশ । ধৃত দুই মহিলা সম্পর্কে মা ও মেয়ে । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের খন্ডঘোষে । তবে এই কাজের সাথে আরো একাধিক ব্যক্তি জড়িত বলে অনুমান স্থানীয়দের । কিভাবে জাল দলিল তৈরী করা হল , কারা মাথা রয়েছে নেপথ্যে তার তদন্ত শুরু করেছে খন্ডঘোষ থানার পুলিশ ।
জানা গেছে , খন্ডঘোষের পলেমপুর পূর্ব পাড়ার বাসিন্দা মৃত লক্ষীরাণী ঘোষ এর নথি জাল করে সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছে স্থানীয় সন্ধ্যা বাগ ও চৈতালী ঘোষ । তারা সম্পর্কে মা ও মেয়ে । সম্প্রতি বিষয়টি জানতে পারেন মৃত লক্ষীরাণী ঘোষ এর ভাইপো সঞ্জীব দত্ত ।
সামগ্ৰিক জালিয়াতি কান্ডের তদন্তে র আবেদন জানিয়ে তিনি দ্বারস্থ হন খন্ডঘোষ থানায় । পুলিশ তদন্ত শুরু করে গতকাল পলেমপুর পূর্ব পাড়া এলাকার বাড়ি থেকে মা ও মেয়েকে গ্ৰেপ্তার করে । ধৃত দুই জনকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পাঠানো হয়েছে বর্ধমান আদালতে ।