পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গ ডাঙ্গা এলাকায় এক শিক্ষকের বাড়িতে চুরির দশ দিন পর চুরি হওয়া জিনিস পত্র সহ দুই জন চোরকে গ্রেফতার করেছে পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ।
ধৃতদের শুক্রবার আসানসোল জেলা আদালতে হাজির করা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। ধৃতদের নিয়ে আজ ঘটনার পুনর্গঠন করে পুলিশ। ধৃতরা হল রনাইয়ের বাসিন্দা আফসাদ শেখ এবং হরিপুর হাটতলার বাসিন্দা জাবির শেখ ।
কীভাবে তারা চুরি করেছে তা পুনঃনির্মাণ করে ধৃতরা । বৈদ্যুতিক সামগ্রী, দুটি মোবাইল ফোন, দেবতার বেশ কিছু বাসনপত্র, কটি এলইডি টিভি ও নগদ টাকা চুরি করেছে বলে জানা গেছে। পুলিশের এই পদক্ষেপে খুশি শিক্ষকের পরিবার।