বাঁকুড়ার জঙ্গলে এবার দেখা মিলল দুটি নেকড়ের। সম্প্রতি বাঁকুড়া উত্তর বনবিভাগের নিরশা মোড় এলাকায় পিড়রাবনির জঙ্গলে দুটি ভারতীয় নেকড়ে প্রজাতির নেকড়ের দেখা গেছে । জঙ্গলের রাস্তায় বন দফতরের আধিকারিকদের ক্যামেরায় ওই দুটি নেকড়ের ছবিও ধরা পড়ে ।
বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে স্থানীয় বাসিন্দারা মাঝেমধ্যে নেকড়ের দেখা পেলেও এই প্রথম জোড়া নেকড়ের ছবি ধরা পড়ল ক্যামেরায়। বন দফতরের দাবী ওই দুটি নেকড়ের একটি পুরুষ ও অন্যটি মহিলা। বন দফতরের ধারণা বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে তৃনভোজী প্রাণীর সংখ্যা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। তার ফলে নেকড়ের মতো মাংসাষি প্রানীর সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
জেলার জঙ্গলে নেকড়ের সংখ্যা বৃদ্ধিকে ভালো ইঙ্গিত বলে মনে করছেন বন দফতরের আধিকারিকরা। এর ফলে ক্ষয়ক্ষতির তেমন আশঙ্কা নেই বলেই মনে করছে বন দফতর।