বোনের উপস্থিত বুদ্ধির জেরে অল্পের জন্য বুনো হাতির আক্রমণ থেকে প্রাণে বেঁচে গেল দাদা। প্রাণে রক্ষা পেলেও আহত হয়ে বর্তমানে আলিপুরদুয়ারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায় কালচিনি ব্লকের দক্ষিণ সাঁতালি এলাকায় ।
স্থানীয় বাসিন্দা বিজয় চম্প্রামারি গতকাল বিকেলে তার বোনের বাড়ি গিয়েছিল ।সন্ধ্যা বেলায় সাইকেলে করে বোনের বাড়ি থেকে ফেরার সময় একটি বুনো হাতির মুখোমুখি হয় বিজয় চম্প্রামারি ।এবং সেই সময় বুনো হাতি শুঁড় দিয়ে তার সাইকেলে ধাক্কা মাড়ে এবং বিজয় চম্প্রামারি ছিটকে পড়ে যায়।
https://www.facebook.com/230205334351193/videos/667540190577790
পড়ে গিয়ে তিনি প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে তার বোন অর্ক চম্প্রামারি দৌড়ে আসে। বিজয় চম্পামাড়ির চিৎকারে হাতিটি হতভম্ব হয়ে এলাকা থেকে চলে যেতে থাকে। কিন্তু ঐ সময়ে অন্য একটি বুনো হাতি কে বিজয় চম্প্রামারি দিকে ধেয়ে আসতে দেখে অর্ক চম্প্রামারি রাস্তার পাশে পড়ে থাকা বালু মুঠো করে নিয়ে বুনো হাতির চোখের দিকে দিকে ছিটোতে থাকে। ফল মেলে হাতেনাতে ,এতে বুনো হাতি ঘাবড়ে গিয়ে এলাকা থেকে চলে যায় ।
পরবর্তীতে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে পৌছে বিজয় চম্প্রামারিকে উদ্ধার করে এবং বনদপ্তরে খবর দেয় এবং পরবর্তীতে বিজয় চম্প্রামারিকে আলিপুরদুয়ারে নিয়ে যাওয়া চিকিৎসা জন্য । বর্তমানে বিজয় চম্প্রামারি আলিপুরদুয়ারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।