এক কথায় পোশাক তৈরির পড়াশোনায় পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed)। তাঁর পোশাক নিয়ে একাধিক বিতর্ক থাকলেও একের পর এক নতুন নতুন পোশাক পরে প্রতিনিয়ত ইন্টারনেটের নজর কাড়ছেন উরফি। নিজেকে বিখ্যাত করার হাতিয়ার নিজেই বেছে নিয়েছেন উরফি। বর্তমানে মুম্বই পাপারাৎজিদেরও ফেবারিট স্টার তিনি। কারণ তাঁদের ক্যামেরার সামনে প্রতিনিয়ত আধিপত্য বিস্তার করছেন উরফি।
কিন্তু সম্প্রতি, উরফির একটি ভিডিও দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটবাসী।একটি ভাইরাল ভিডিওতে দেখা গেল, যে পাপারাৎজিরা তাঁর মুখে হাসি ফোটাত, তাঁদের দেখেই মুখ লুকোচ্ছেন উরফি। কিন্তু কেন? কারণ এই প্রথম বিনা মেকআপে লেন্সবন্দি হলেন উরফি জাভেদ। আর তাতেই চটলেন অভিনেত্রী। যেখানে নেই তাঁর পরনে উদ্ভট পোশাক, শুধুমাত্র হালকা গোলাপি রঙা ওভারসাইজ প্যান্ট এবং সাদা ক্রপ টপ পরেই বেরিয়ে পড়লেন তিনি। মুখে নেই কোনো হাইফাই মেকআপ। চোখের তলায় ডার্ক সার্কেল স্পষ্ট।
পাপারাৎজিদের ক্যামেরার সামনে পড়তেই হাত ধরা ফোন দিয়েই নিজের মুখ আড়াল করলেন উরফি। খানিকক্ষণ পর আবার নিজেই বললেন, ‘পালিয়ে আর কোথায় যাব? তোমরা সব জায়গায় পৌঁছে যাও’। এরপর এক পাপারাৎজি খানিক অভিযোগের সুরে বলেন, ‘আজকে আমাদের জানালে না তো এখানে আসবে’। উরফির পালটা জবাব, ‘এবার ক্লিনিকে এলেও জানাতে হবে!’ আর অন্যান্য পাপারাৎজি তাঁর ছবি তোলায় ব্যস্ত, কারণ উরফির এই লুক বিরল।জামাকাপড় ছোট পড়লে কী হবে উরফির মনটা কিন্তু বড়’। আবার কেউ বলেছেন, বলি সেলেবদের মতো নাক উঁচু নন উরফি। তবে উরফির এই লুকও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।