ঝির ঝিরি বৃষ্টি আর পূর্ণিমার ভরা কোটলের ফলে জলোচ্ছ্বাসে বাঁধ ভাঙলো নামখানা নাদাভাঙ্গা সহ বিস্তীর্ণ এলাকা। এছাড়া নদীবাঁধ ভেঙে ডুবল পাথরপ্রতিমা ব্লকের বাজার সংলগ্ন এলাকা।
প্রতিটা জায়গায় কিন্তু মানুষের ক্ষোভ প্রশাসনের উপর। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে দরবার করেও বাধ মেরামতি হয়নি। নামখানা নাদাভাঙ্গা এলাকাগুলো জলোচ্ছ্বাসে ডুবেছে । ওই এলাকাগুলোর বহু ঘরের মধ্যে জল ঢুকে পড়ে । ফলে আটকে পরে ঘরের মধ্যে থাকা বৃদ্ধ বৃদ্ধা রা ও ছোট ছোট বাচ্চারা।
এই মুহূর্তে প্রশাসনের কোন সহযোগিতা না থাকায় ডুবে যাওয়া ওই ঘরবাড়ির মানুষগুলো কিন্তু দুপুর থেকে অভুক্ত থেকে গেল। অন্যদিকে জলোচ্ছ্বাসে ডুবল কাকদ্বীপ বড় বাজার এলাকা । বন্ধ হয়ে যায় দোকানপাট, সমস্যায় ব্যবসায়ীরা।