আবারও মানবিক ভূমিকায় পূর্ব বর্ধমানের ভাতারের যুবক আমির সেখ ও তার সঙ্গীরা।
জানা যায়, ভাতারের মুরাতিপুরের বাসিন্দা আমির শেখ ও তার সঙ্গীরা প্রতিনিয়ত সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন।পথ কুকুরদের খাওয়ানো, দুর্ঘটনায় জখম সারমেয়দের চিকিৎসা করানো, থেকে অসহায়দের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখেন তারা। এদিনও তার ব্যাতিক্রম ঘটনা।
মুরাতিপুর বাজারে মানসিক ভারসাম্যহীন ভবঘুরের শরীর পরিষ্কার করতে দেখা গেল তাদের। পাশাপাশি ওই ভবঘুরেকে নতুন পোশাক পড়িয়ে কিছু খাবার তুলে দেওয়া হলো। মুরাতিপুরের যুবকদের প্রতিনিয়ত এই কর্মকান্ড প্রশংসা করেছেন সাধারণ মানুষ।