টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি, নিরাশ্রয় পরিবার
নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিতে এবার ভেঙে পড়ল আস্ত একটি বাড়ি। আজ দুপুরে বাড়িটি হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় কেউ হতাহত না হলেও ওই বাড়িতে থাকা বেশ কিছু সামগ্রী বাড়ির নিচে চাপা পড়ে যায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস ব্ললের দশরথবাটি গ্রামে।
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি ( বাঁকুড়া )
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Donnerstag, 27. August 2020
স্থানীয় সূত্রে জানা গেছে ইন্দাসের দশরথবাটি গ্রামের বাসিন্দা পেশায় কৃষিশ্রমিক কৃষ্ণচন্দ্র মিদ্যা স্ত্রী ও ছেলেকে নিয়ে পৈতৃক একটি কাঁচা মাটির বাড়িতে বসবাস করতেন। প্রায় চল্লিশ বছরের পুরানো ওই কাঁচা বাড়ি বয়সের ভারে এমনিতেই জীর্ন হয়ে পড়েছিল। নিম্নচাপের বৃষ্টির জেরে বাড়ির মাটির দেওয়াল আরো দূর্বল হয়ে পড়ে।
এরপর আজ দুপুরে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। বাড়িটি ভেঙে পড়ায় আপাতত নিরাশ্রয় হয়ে পড়েছে ওই পরিবারটি। নিম্ন চাপের জের এখনো কাটেনি। মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় পরিবারটি খোলা আকাশের নিচে কিভাবে থাকবে তা ভাবাচ্ছে সকলকেই।