Home খবর ভারী বৃষ্টিতে কলকাতায় জারি কমলা সতর্কতা

ভারী বৃষ্টিতে কলকাতায় জারি কমলা সতর্কতা

কলকাতা, ২০ সেপ্টেম্বর : আগামী কয়েক ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস । কলকাতায় জারি হয়েছে কমলা সতর্কতা । পাশাপাশি কমলা সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়াতেও ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত । যার জেরে আজ দিনভর চলবে বৃষ্টি । heavy rainfall in kolkataবিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েকটি জেলায় ।

অন্যদিকে, গতকাল রাত ১১টা থেকে রাত ৩টে পর্যন্ত গঙ্গার লকগেট বন্ধ থাকায় কয়েকঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা ।

ধাপা, তপসিয়া, পামারবাজার, উল্টোডাঙ্গা, শিয়ালদা, বালিগঞ্জ, কালীঘাটে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে । জল জমেছে ঢাকুরিয়া, সাদার্ন অ্যাভিনিউ, দেশপ্রিয় পার্ক, পার্ক স্ট্রিট, উল্টোডাঙা আন্ডারপাস, পাতিপুকুর আন্ডারপাসে । এছাড়াও জল জমেছে টালিগঞ্জ সার্কুলার রোড, তারাতলায় ।

দক্ষিণের পাশাপাশি, ভাসছে উত্তরও । জলমগ্ন ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ। সল্টলেক সেক্টর ফাইভ, এয়ারপোর্ট, চিনার পার্ক, কাঁকুড়গাছি, কৈখালি এলাকাতেও জল জমেছে ।

টানা বৃষ্টির জেরে কলকাতা স্টেশন সংলগ্ন এলাকা জলমগ্ন । রেল ইয়ার্ডে জল জমে যাওয়ায় বেশ কয়েকটি দূর পাল্লার ট্রেনকে ঘুরিয়ে শিয়ালদা স্টেশনে আনা হচ্ছে । কলকাতা স্টেশনে কয়েকটি ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে ।

বৃষ্টিতে ব্যাহত চক্ররেল পরিষেবাও । রেললাইন ডুবে যাওয়ায় দমদম-বিবাদী বাগ রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments