Home আজকের খবর বিয়ের আগেই ভিকি-ক্যাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের

বিয়ের আগেই ভিকি-ক্যাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের

এসিএন লাইফ নিউজ, ৭ ডিসেম্বর : দু’‌দিন বাদেই বলিউডের হট কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের গ্র্যান্ড ওয়েডিং । রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার বিলাসবহুল রিসর্টে বসতে চলেছে বিয়ের অনুষ্ঠান । সোমবার রাতে সপরিবার জয়পুর পৌঁছে গিয়েছেন তাঁরা ৷

 

 

 

 

 

 

 

এর মধ্যেই তাল কাটল তাঁদের অনুষ্ঠানে । আইনি সমস্যায় জড়ালেন দু’জনে । ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির কাছে তারকা জুটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রাজস্থানের এক আইনজীবী ।

 

 

 

 

 

জানা যায়, সাওয়াই মাধোপুর জেলায় বিয়ের জন্য ৬-১২ ডিসেম্বর চৌথ মাতা মন্দিরে যাওয়ার রাস্তা বন্ধ করে রাখা হয়েছে ৷ সে জন্য বহু ভক্ত সমস্যায় পড়েছেন বলে অভিযোগ করেন আইনজীবী নৈত্রবিন্দ সিং জাদোউন ৷

 

 

 

 

 

 

তিনি জানান, বিয়ের অনুষ্ঠান নিয়ে তাঁর কোনও আপত্তি নেই । কিন্তু মন্দিরের ভক্তদের কথা চিন্তা করেই রাস্তা খুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি । আর সেই কারণেই তাঁর এই অভিযোগ বলে জানিয়েছেন আইনজীবী নৈত্রবিন্দ সিং জাদোউন ৷

 

 

 

 

 

ছবি সৌজন্য : এএনআই নিউজ

Most Popular

মালদহের গৃহশিক্ষক এ বার বিডিও হওয়ার পথে।

বার বিডিও হওয়ার পথে ২৮ বছরের ওই যুবক। কেশবের সাফল্যে উচ্ছ্বসিত মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর পঞ্চায়েতের হরদমনগর গ্রাম। খুশির হাওয়া পরিবারে। আর্থিক প্রতিবন্ধকতাকে তুড়ি...

সোনার দুর্গা মিললো একটি গ্রামে,তবে গ্রামবাসী দিতে নারাজ প্রশাসন কে।

বার বিডিও হওয়ার পথে ২৮ বছরের ওই যুবক। কেশবের সাফল্যে উচ্ছ্বসিত মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর পঞ্চায়েতের হরদমনগর গ্রাম। খুশির হাওয়া পরিবারে। আর্থিক প্রতিবন্ধকতাকে তুড়ি...

অর্পিতার বললেন,অসুস্থ আমি! কী কী অসুখ হলো তার?

  রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ হিসাবেই তাঁর পরিচয় দিয়েছিল ইডি। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে ভার্চুয়ালি সেই অর্পিতাকে হাজির করানো হয়। নিজের শারীরিক অসুস্থতার কথা...

আরও এক বন্দে ভারত এক্সপ্রেস আসছে, দারুণ সুবিধা উত্তরবঙ্গবাসীর

শুক্রবার DRM অফিসে রেল বোর্ডের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম দিলীপ...

Recent Comments