এসিএন লাইফ নিউজ, ৭ ডিসেম্বর : দু’দিন বাদেই বলিউডের হট কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের গ্র্যান্ড ওয়েডিং । রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার বিলাসবহুল রিসর্টে বসতে চলেছে বিয়ের অনুষ্ঠান । সোমবার রাতে সপরিবার জয়পুর পৌঁছে গিয়েছেন তাঁরা ৷
এর মধ্যেই তাল কাটল তাঁদের অনুষ্ঠানে । আইনি সমস্যায় জড়ালেন দু’জনে । ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির কাছে তারকা জুটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রাজস্থানের এক আইনজীবী ।
জানা যায়, সাওয়াই মাধোপুর জেলায় বিয়ের জন্য ৬-১২ ডিসেম্বর চৌথ মাতা মন্দিরে যাওয়ার রাস্তা বন্ধ করে রাখা হয়েছে ৷ সে জন্য বহু ভক্ত সমস্যায় পড়েছেন বলে অভিযোগ করেন আইনজীবী নৈত্রবিন্দ সিং জাদোউন ৷
তিনি জানান, বিয়ের অনুষ্ঠান নিয়ে তাঁর কোনও আপত্তি নেই । কিন্তু মন্দিরের ভক্তদের কথা চিন্তা করেই রাস্তা খুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি । আর সেই কারণেই তাঁর এই অভিযোগ বলে জানিয়েছেন আইনজীবী নৈত্রবিন্দ সিং জাদোউন ৷
ছবি সৌজন্য : এএনআই নিউজ