এসিএন লাইফ নিউজ, ৩০ অগাস্ট : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘মানিকে মাগে হিঠে’ । ফেসবুক খুললেই এখন বেজে চলেছে এই গানটি । অর্থ না বুঝলেও এই গানে মন মেতেছে ছোটো থেকে বড়ো সকলেরই । মুহূর্তে মধ্যেই গানের পোস্টে বয়ে যাচ্ছে লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা ।
এই গানের গায়িকা হলেন ইয়োহানি ডি সিলভা (Yohani De Silva) । ২৮ বছর বয়সী মিষ্টি এই গায়িকা বহুদিন ধরেই ইউটিউব স্টার । তিনি নিজেই একাধারে গায়িকা, গীতিকার, সঙ্গীত প্রযোজক । পাশাপাশি তিনি একজন র্যাপার ।
তিনি এখন শ্রীলঙ্কার ‘র্যাপ প্রিন্সেস’ নামে পরিচিত । ইয়োহানির সঙ্গে এই গানে সঙ্গ দিয়েছেন, শ্রীলঙ্কার আরেক জনপ্রিয় র্যাপার সথীশন রথনায়কা (Satheeshan Rathnayaka)। জানা যায় সথীশনই প্রথমে এই গানটি গেয়েছিলেন । তারপর মে মাসে এই গানটি নতুন করে রেকর্ড করা হয় ইয়োহানির গলায় । ‘মানিকে মাগে হিঠে’ লাইনটির বাংলা অর্থ করা হলে এর অর্থ দাঁড়ায় “তুমি আমার চোখের মণি ।” তবে এই লাইনের রয়েছে আরেকটি অর্থও, “তোমার সৌন্দর্য থেকে চোখ সরানো দায় ।”
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া সিংহলি গানটির মধ্যে রয়েছে এমনই একটা মাদকতা যা একবার শুনলে মন ভরছে না কারওই ।