একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনটি সিংহকে আগে নিয়ে পেছনে হাসিমুখে তরুণী হেটে চলেছে। বেশ ভালই প্রতিক্রিয়া পেয়েছে এই ভিডিওটি।গার্লফ্রমপ্যারাডাইস৯’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে জেনের অনুরাগীর সংখ্যা ১ লক্ষ ১৫ হাজারে পৌঁছেছে। ১২ নভেম্বর জেন এই ভিডিয়োটি পোস্ট করেন।
পুরো ঘটনাটির ভিডিয়োও করা হয়। ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন ওই তরুণী। ভিডিয়োটি দেখে নেটব্যবহারকারীরা বিস্মিত হয়ে পড়েন। যদিও এই ঘটনাটি কোথায় ঘটেছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি। তরুণীর আসল নাম জেন। ডিজিটাল মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করেন তিনি। জেনকে প্রায়ই বন্যপ্রাণীদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়।
এই ভিডিয়োটি প্রায় ৩ লক্ষ নেটাগরিক পছন্দ করেছেন। ৬০ লক্ষ নেটব্যবহারকারী ইতিমধ্যে দেখেও ফেলেছেন এই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম।এক নেটাগরিক বলেন, ‘‘সিংহদের ভাবগতি বোঝা যায় না। যতই পোষ মানানো হোক না কেন, হঠাৎ পিছনে ঘুরে ঝাঁপিয়ে পড়লে কী হবে?’’ আবার এক জন মন্তব্য করেন, “এই ঘটনা অর্ধেক বোকামি এবং অর্ধেক সাহসিকতার পরিচয়।