বছরের প্রথম দিনে বাঁকুড়ার ভৈরব স্থান মন্দির ও মহামায়া মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা ।
বৃহস্পতিবার পহেলা বৈশাখ বছরের প্রথম এই দিনটিকে ভালভাবে কাটাতে এবং আগামী দিনগুলি যাতে আরো সমৃদ্ধ হয়ে ওঠে পাশাপাশি করোনার সংক্রমণ থেকে যাতে সাধারণ মানুষ মুক্তি পায় সকলেই যাতে আগের মত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে ভগবানের কাছে এই প্রার্থনা জানাতে মন্দিরে মায়ের কাছে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ ।
সকাল থেকেই বাঁকুড়ার ভৈরব স্থান মন্দির ও মহামায়া মন্দিরে পূণ্যার্থীদের ঢল নেমেছে মন্দিরে পুজো দিতে ।
শম্পা মল্লিক নামে এক পুণ্যার্থী বলেন , মায়ের কাছে প্রার্থনা জানালাম যাতে গোটা দেশ করোনামুক্ত হয় সকলেই যাতে স্বাভাবিক ভাবে জীবন-যাপন করতে পারে ।