স্ত্রীকে নিয়ে ভোট প্রচার করলেন মালদহের ইংরেজবাজার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মূলতঃ ইংরেজবাজার বিধানসভার ভোটার ক্ষমা প্রাথর্নার আবেদন করলেন। লিফলেট বিলি করে সেই আবেদন করলেন তিনি। আজ সকাল থেকে ইংরেজবাজার শহরের রাজপথে নিজের হাতেই সেই আবেদন পত্র আমজনতার হাতে তুলে দিলেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান গত বিধানসভা নির্বাচনে তাঁর পরাজয়ের বেশ কিছু কারণ অনুসন্ধান করে উঠে এসেছে। তাঁর ও তাঁর কর্মীদের ব্যবহারের ফলে এলাকাবাসীর ভালোবাসা থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি।
তাই এবারের নির্বাচনে ভোটারদের মনের সেই ভুল দূর করতে এমন উদ্যোগ। তাছাড়া তিনি বলেন তাঁর দপ্তরের কর্মীদের ব্যবহার পর্যবেক্ষণ করার জন্য সবসময় মনিটারিং করা হচ্ছে।
সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে তাঁর দপ্তরে আসা এলাকাবাসীর সাথে কেমন ব্যবহার করছেন দপ্তরের কর্মীরা। যদি কোন কর্মীর ব্যবহারে কোনরকম ক্রুটি থাকে। তা সংশোধনও করা হচ্ছে।