এসিএন লাইফ নিউজ, ৩০ সেপ্টেম্বর : ভবানীপুর সহ তিন কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ । নির্বাচনের আগে বাম প্রার্থীর মৃত্যু হওয়ায় আজ মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনে ভোট হচ্ছে । মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নির্বাচনের আগে মৃত্যু হয় কংগ্রেস প্রার্থীর । তাই এই কেন্দ্রেও ভোট হচ্ছে আজ ।
হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর । তাই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভোট গ্রহণ কেন্দ্র । ১০০ জন ট্রাফিক সার্জেন্ট মোতায়েন করা হয়েছে ।
অন্যদিকে, আলিপুর রোড কেএমসি প্রাথমিক বিদ্যালয়ের ১২৪ নম্বর বুথে ভিভিপ্যাট বিকল হয়ে যাওয়ায় সময়মতো শুরু করা যায়নি মক পোল । ভবানীপুরের বিভিন্ন বুথে চলছে এরিয়া ডমিনেশন । দলে রয়েছেন ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট ।