Home আজকের খবর রাস্তা ও পানীয়জলের দাবিতে ভোট বয়কটের হুমকি গ্রামবাসীদের

রাস্তা ও পানীয়জলের দাবিতে ভোট বয়কটের হুমকি গ্রামবাসীদের

রাস্তা আর পানীয় জলের বন্দোবস্ত না হলে কোনও ভোট নয়৷ এই শপথ নিয়েছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নলডুবি গ্রাম৷ হাতে পোস্টার নিয়ে বুধবার গ্রামবাসীরা নিজেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিয়েছেন৷

শুধু তাই নয়, সমস্যার সমাধান না হলে কোনও রাজনৈতিক দল যেন গ্রামে ভোট প্রচারে না আসে, সেকথাও নিজেদের বাড়ির দেওয়ালে পোস্টার সেঁটে জানিয়ে দিয়েছেন তাঁরা৷ এদিন তাঁরা হাতে পোস্টার ধরে গ্রামে বিক্ষোভও দেখান৷

নলডুবি গ্রামটি ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে৷ গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের মূল রাস্তা সংস্কার করা হয়নি৷ বছর দুয়েক আগে রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েতের তরফে কাজের বোর্ড বসানো হয়৷

কিন্তু রাস্তা আর হয়নি৷ তার ওপর গ্রামের একমাত্র গভীর নলকূপটিও অকেজো৷ দীর্ঘদিন ধরে গ্রামের মানুষজন এই দুই সমস্যা সমাধানের জন্য পঞ্চায়েতে আবেদন করেছেন৷ কাজের কাজ কিছু হয়নি৷ তাই এবার ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷

অন্যদিকে এই বিষয়ে জেলা তুণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস জানান,পানীয় জল নিত্য প্রয়োজনীয়, তাই তাদের ক্ষোভ হওয়াটাও স্বাভাবিক। কিন্তু মালদা বিধানসভায় কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কোন দিনও জিতেনি। অতিতেও দুই দুইবারের কংগ্রেস বিধায়ক আছেন।

তাই এই সকল জনপ্রতিনিধিরা যদি কাজ না করে তাহলে মানুষের ক্ষোভ থাকাটা স্বাভাবিক। তাই জনগণের কাছে অনুরোধ করব ভোটাধিকারি প্রয়োগের মধ্য দিয়ে এমন জনপ্রতিনিধি নির্ণয় করুন যারা এলাকায় কাজ করে। আপনাদের কাছে একটা কথায় বলব দিদির পাশে থাকেন দিদি মানেই উন্নয়ন।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments