Home খবর পুজোয় কাছেই চুপচাপ চারদিন কাটাতে চান?আপনিও কি যেতে চান তবে চলুন দেখে...

পুজোয় কাছেই চুপচাপ চারদিন কাটাতে চান?আপনিও কি যেতে চান তবে চলুন দেখে নেওয়া যাক

মুঠোফোন বন্ধ রেখে কোলাহলহীন একদম শান্ত পরিবেশে সময় কাটাতে চাইলে আপনার ডেস্টিনেশন হতেই পারে এই চুপি চর।এখানে রয়েছে বিস্তীর্ণ জলাভূমি। গঙ্গার অংশ। এক সময় এই এলাকার উপর দিয়ে বইতো গঙ্গার মূল স্রোত। গঙ্গা এখন কিছুটা সরে গিয়েছে। তবে থেকে গিয়েছে এই জলাভূমি। এক মানুষ বা তার বেশি জল থাকে সব সময়ই। তাতেই চলে নৌকো বিহার। এখানকার বিশেষ আকর্ষণ চোখ জুড়নো পরিযায়ী পাখিরা।নদিয়া জেলার সীমানা লাগোয়া পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এই চুপি চর। প্রায় ১১ কিমি দীর্ঘ এই জলাশয়। তার বুকে ভেসে বেড়ায় নানা পরিযায়ী পাখির দল।

যেমন তাদের মন মাতানো রং, তেমনই রূপ। এমনিতে শীত কালে এখানে সুদূর সাইবেরিয়া থেকে উড়ে আসে এই পাখিরা। অনেক পাখি সারা বছর থেকেও যায়।লেসার হুইসলিং ডাক, কমন স্নাইম, লিটল গ্রিব, ব্ল্যাক সোল্ডারড কাইট, বার্ন সোয়ালো, ব্ল্যাক হেডেড আইবিস-সহ প্রায় ১০০ প্রজাতির পরিযায়ীর দেখা মেলে। রয়েছে ওয়াচ টাওয়ার। পাখিদের আনাগোনার পাশাপাশি অনেক দূর পর্যন্ত শান্ত প্রকৃতির স্নিগ্ধতা উপভোগ করা যায় ওয়াচ টাওয়ার থেকে।চুপি চরে আপনার জলবিহারের জন্য সার দিয়ে দাঁড়িয়ে আছে অনেক নৌকা। ঘণ্টা চুক্তিতে ভাড়া করুন।

মাঝি ভাইরাই আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে পরিযায়ীর পাখি দেখাবেন। কোন পাখির কী নাম তা জানাবেন। তাদের কাছে আছে বাইনোকুলার। তাতে চোখ রেখে পাখি দেখুন কাছ থেকে। ইচ্ছে করলে দেখে নিতে পারেন গ্রামীণ এলাকার পুজো। আড়ম্বরে খামতি থাকলেও নিষ্ঠা আন্তরিকতার কোনও অভাব পাবেন না।কলকাতা থেকে চুপির চরের দূরত্ব ১২০ কিমি। হাওড়া থেকে কাটোয়া লোকালে পূর্বস্থলী স্টেশনে নেমে টোটোয় চেপে চলে আসা যায় চুপি চরে। চারচাকায় ৩৪ নং জাতীয় সড়ক ধরে নবদ্বীপ হয়ে পারুলিয়া মোড় হয়ে পূর্বস্থলী চলে আসতে প�

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments