Home বর্ধমান জেলা jelar khobor বৃষ্টিতে জলমগ্ন বর্ধমান জেলা সহ শহরতলির বিভিন্ন এলাকা

বৃষ্টিতে জলমগ্ন বর্ধমান জেলা সহ শহরতলির বিভিন্ন এলাকা

বর্ধমান, ৩০ জুলাই : টানা বৃষ্টিতে জলমগ্ন বর্ধমান শহরের বেশ কিছু ওয়ার্ড । বেশ কিছু রাস্তা জলের তলায় । স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্য যাত্রীরা ।

 

বর্ধমানবাসীর এ যন্ত্রণা বামফ্রন্টের আমল থেকেই । বহু বার পৌরসভার কাছে সাধারণ মানুষ নিকাশি ব্যবস্থা আরও সুন্দর করার অনুরোধ জানিয়েছেন । কিন্তু একটু বেশি বৃষ্টি হলেই সমস্যায় পড়তে হয় বর্ধমানবাসীকে ।

শহরে ২ ও ৩ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তা নদীতে পরিণত হয়েছে । কলেজ মোড় থেকে হসপিটাল যাবার এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত অ্যাম্বুলেন্স যাতায়াত করে । কিন্তু টানা বৃষ্টিতে জলমগ্ন এই রাস্তা ।

 

বৃষ্টির কারণে চিন্তিত ব্যবসায়ীরাও । একে তো করোনা, তারপর উপর বৃষ্টি যেন ব্যবসায়ীদের কাছে ‘মরার উপর খাঁড়ার ঘা’ চাপিয়ে রেখেছে । বৃষ্টিতে দেখা নেই কোনও ক্রেতার । স্বাভাবিক ভাবেই ব্যবসায় মন্দা দেখা দিয়েছে ।

অন্যদিকে, এদিন ১১, ১২, ১৭, ১৯ ও ২১ নম্বর ওয়ার্ডে জেলার যুব তৃণমূল-কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন । যে সমস্ত বাড়ির ক্ষয়ক্ষতি বেশি সেখানে ত্রিপল ও খাবারের ব্যবস্থা করেছেন তিনি । এদিন রাসবিহারী হালদারের সঙ্গে উপস্থিত ছিলেন শুভায়ু সাহা, শহর তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস সহ আরও অন্যান্য তৃণমূল কর্মীরা ।

 

বর্ধমান শহরে বাঁকা নদীর দুই ধারে যে সমস্ত বাড়ি রয়েছে অধিকাংশ বাড়িই জলমগ্ন । বেশকিছু এলাকাতে বৃষ্টির জল জমে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে । যুব তৃণমূল-কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন । ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রিপল দেওয়া হচ্ছে । তাঁদের খাওয়ার ও বসবাসের ব্যবস্থা করা হয়েছে ।

 

এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজ দীঘি, ঘোষপাড়া, আলু ডাঙ্গা, কেতলিপুকুর এই সমস্ত জায়গায় পরিদর্শনে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ওই এলাকার নেতৃত্ব ইফতেখার আহমেদ সহ অন্যান্য তৃণমূল কর্মীরা ।

 

 

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments