এসিএন লাইফ নিউজ, ২ নভেম্বর : বিধানসভা উপনির্বাচনে চার কেন্দ্রে জয়ী তৃণমূল । ট্যুইট করে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
টুইটে তিনি লেখেন, এটা সাধারণ মানুষের জয় । বাংলা সব সময় উন্নয়ন এবং একতাকেই বেছে নয় । কুৎসা এবং ঘৃণার রাজনীতিকে নয় । সাধারণ মানুষের আশীর্বাদ পেয়ে আমরা বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি ।
খড়দায় ৭৬ হাজারের বেশি ভোটে এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় । গোসাবায় ১ লক্ষ ৩০ হাজারের বেশি ব্যবধানে এগিয়ে তৃণমূলপ্রার্থী । শান্তিপুরেও এগিয়ে ব্রজকিশোর গোস্বামী ।
উল্লেখ্য, আজ ৪ কেন্দ্রে উপনির্বাচনের ফল । খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটায় চলছে গণনা । গণনাকেন্দ্রে রয়েছে কড়া নিরাপত্তা ।