এসিএন লাইফ নিউজ, ২ নভেম্বর : বিপুল ভোটে দিনহাটা-শান্তিপুর-গোসাবা-খড়দায় জয়ী তৃণমূল । ট্যুইট করে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
শান্তিপুরে ৬৩৮৯২ ভোটে জয় তৃণমুল কংগ্রেসের প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর । বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস পেয়েছেন ৪৭২৩৬ ভোট । সিপিএম পেয়েছে ৩৯৮৫৬ ভোট ।
খড়দায় ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় । গোসাবায় ১ লক্ষ ৪৩ হাজার ভোটে জয়ী সুব্রত মণ্ডল । দিনহাটায় ১ লক্ষ ৬৪ হাজার ৮৮টি ভোটে জয়ী উদয়ন গুহ ।