এসিএন লাইফ নিউজ, ২ নভেম্বর : আজ ৪ কেন্দ্রে উপনির্বাচনের ফল । খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটায় চলছে গণনা । গণনাকেন্দ্রে রয়েছে কড়া নিরাপত্তা । ইতিমধ্যেই শেষ হয়েছে বেশ কয়েকটি রাউন্ড গণনা ।
ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে শান্তিপুরে 40898 ভোট পয়েছে তৃণমূল প্রার্থী ব্রজো কিশোর গোস্বামী ।
বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস পেয়েছেন 22061 ভোট ।
শান্তিপুর উপনির্বাচনে 18837 ভোটে এগিয়ে তৃণমূল ।
দিনহাটায় বারো রাউন্ডের শেষে ১ লক্ষ ১ হাজার ৫০৯ ভোটে এগিয়ে তৃণমূল ।
গোসাবায় চোদ্দ রাউন্ডের শেষে ১ লক্ষ ২৪ হাজার ২৪৯ ভোটে এগিয়ে তৃণমূল ।
খড়দায় তৃতীয় রাউন্ডের শেষে ১২ হাজার ৮২৫ ভোটে এগিয়ে তৃণমূল ।