এসিএন লাইফ নিউজ ডেক্স, ২০ জুলাই : মাধ্যমিকের ফলে রেকর্ড । এই প্রথম পরীক্ষা না দিয়েই ১০০ শতাংশ ছাত্র-ছাত্রীই পাশ করল মাধ্যমিক পরীক্ষায় ।
আজ সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে মাধ্যমিকের ফল প্রকাশ করেন । তিনি জানান, অতিমারী পরিস্থিতিতে এই বছর মাধ্য়মিক পরীক্ষা হয়নি । তাই ইন্টারনাল ফরম্যাটিং ইভ্যালুয়েশন পদ্ধতিতে ছাত্রছাত্রীদের মূল্যায়ণ করা হয়েছে । পাশাপাশি পরীক্ষার্থীদের ২০১৯ সালের নবম শ্রেণির দু’টি পরীক্ষায় প্রাপ্ত নম্বরেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে ।
মেধা তালিকা না থাকায় ১ থেকে ১০ কারা হয়েছে তা জানা যায়নি । শুধু মাত্র জানা গিয়েছে সর্বোচ্চ নম্বর । কল্যাণময় বন্দ্যোপাধ্যায় জানান, এ বছর সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৬৯৭ । সেই নম্বর পেয়েছেন ৭৯ জন পরীক্ষার্থী । তবে সর্বোচ্চ নম্বরের দিকেও রেকর্ড গড়েছে মাধ্যমিক । এই প্রথম একসঙ্গে ৭৯ জন পরীক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়েছে । রেকর্ড হয়েছে প্রথম বিভাগে উত্তীর্ণ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাতেও । ৯০ শতাংশ ছাত্র ছাত্রী প্রথম বিভাগে পাশ করেছে বলে জানা গেছে ।
এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার । এর মধ্যে ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ জন ছাত্র । ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ১৩ হাজার ৮৪৯ জন ।