Home 20th july result মাধ্যমিকের ফলে রেকর্ড

মাধ্যমিকের ফলে রেকর্ড

এসিএন লাইফ নিউজ ডেক্স, ২০ জুলাই : মাধ্যমিকের ফলে রেকর্ড । এই প্রথম পরীক্ষা না দিয়েই ১০০ শতাংশ ছাত্র-ছাত্রীই পাশ করল মাধ্যমিক পরীক্ষায় ।

 

 

 

 

 

 

আজ সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে মাধ্যমিকের ফল প্রকাশ করেন । তিনি জানান, অতিমারী পরিস্থিতিতে এই বছর মাধ্য়মিক পরীক্ষা হয়নি । তাই ইন্টারনাল ফরম্যাটিং ইভ্যালুয়েশন পদ্ধতিতে ছাত্রছাত্রীদের মূল্যায়ণ করা হয়েছে । পাশাপাশি পরীক্ষার্থীদের ২০১৯ সালের নবম শ্রেণির দু’টি পরীক্ষায় প্রাপ্ত নম্বরেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে ।

 

 

 

 

 

 

মেধা তালিকা না থাকায় ১ থেকে ১০ কারা হয়েছে তা জানা যায়নি । শুধু মাত্র জানা গিয়েছে সর্বোচ্চ নম্বর । কল্যাণময় বন্দ্যোপাধ্যায় জানান, এ বছর সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৬৯৭ । সেই নম্বর পেয়েছেন ৭৯ জন পরীক্ষার্থী । তবে সর্বোচ্চ নম্বরের দিকেও রেকর্ড গড়েছে মাধ্যমিক । এই প্রথম একসঙ্গে ৭৯ জন পরীক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়েছে । রেকর্ড হয়েছে প্রথম বিভাগে উত্তীর্ণ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাতেও । ৯০ শতাংশ ছাত্র ছাত্রী প্রথম বিভাগে পাশ করেছে বলে জানা গেছে ।

 

 

 

 

 

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার । এর মধ্যে ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ জন ছাত্র । ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ১৩ হাজার ৮৪৯ জন ।

 

 

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments