Home Malda বড়ো হয়ে চিকিৎসক হতে চায় মালদার সম্ভাব্য় প্রথম শুভদীপ

বড়ো হয়ে চিকিৎসক হতে চায় মালদার সম্ভাব্য় প্রথম শুভদীপ

মালদা, ২০ জুলাই : প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল । মাধ্যমিকে মালদায় সম্ভাব্য় প্রথম স্থান অধিকার করেছে শুভদীপ কুণ্ডু । তার প্রাপ্ত নম্বর ৬৯৬ । শুভদীপ ললিত মোহন হাই স্কুলের ছাত্র ।

 

 

 

 

শুভদীপ বড় হয়ে চিকিৎসক হতে চায় । ছয়টি শিক্ষক ছিল বলে জানায় সে । সিনেমা দেখতে খুব ভালোবাসে শুভদীপ । এদিকে ছেলের এত ভালো রেজাল্টে স্বভাবতই খুশি তার বাবা-মা ও পরিবারের সদস্যরা।

 

 

 

প্রসঙ্গত, করোনার জেরে বাতিল হয়ে যায় এই বছরের মাধ্যমিক পরীক্ষা । পরীক্ষা বাতিল হওয়ায় ছাত্র-ছাত্রীদের ইন্টারনাল ফরম্যাটিং ইভ্যালুয়েশন পদ্ধতিতে মূল্যায়ণ করা হয়েছে । পাশাপাশি পরীক্ষার্থীদের ২০১৯ সালের নবম শ্রেণির দু’টি পরীক্ষায় প্রাপ্ত নম্বরেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে ।

 

 

 

 

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার । এর মধ্যে ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ জন ছাত্র । ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ১৩ হাজার ৮৪৯ জন ।

Most Popular

মালদহের গৃহশিক্ষক এ বার বিডিও হওয়ার পথে।

বার বিডিও হওয়ার পথে ২৮ বছরের ওই যুবক। কেশবের সাফল্যে উচ্ছ্বসিত মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর পঞ্চায়েতের হরদমনগর গ্রাম। খুশির হাওয়া পরিবারে। আর্থিক প্রতিবন্ধকতাকে তুড়ি...

সোনার দুর্গা মিললো একটি গ্রামে,তবে গ্রামবাসী দিতে নারাজ প্রশাসন কে।

বার বিডিও হওয়ার পথে ২৮ বছরের ওই যুবক। কেশবের সাফল্যে উচ্ছ্বসিত মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর পঞ্চায়েতের হরদমনগর গ্রাম। খুশির হাওয়া পরিবারে। আর্থিক প্রতিবন্ধকতাকে তুড়ি...

অর্পিতার বললেন,অসুস্থ আমি! কী কী অসুখ হলো তার?

  রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ হিসাবেই তাঁর পরিচয় দিয়েছিল ইডি। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে ভার্চুয়ালি সেই অর্পিতাকে হাজির করানো হয়। নিজের শারীরিক অসুস্থতার কথা...

আরও এক বন্দে ভারত এক্সপ্রেস আসছে, দারুণ সুবিধা উত্তরবঙ্গবাসীর

শুক্রবার DRM অফিসে রেল বোর্ডের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম দিলীপ...

Recent Comments