এসিএন লাইফ নিউজ, ২৫ অক্টোবর : অসুস্থ রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । তাঁকে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে । আইসিইউ-তে রয়েছেন তিনি । শ্বাসকষ্টের সমস্যার কারণে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে ।
পরিবার সূত্রে জানা যায়, সুব্রত মুখোপাধ্যায়ের সিওপিডি-র সমস্যা রয়েছে । পুজোর সময়ও তাঁক শারীরিক সমস্যা ছিল । কিন্তু পুজোর কাজে ব্যস্ত থাকায় বিশ্রামের সুযোগ পাননি মন্ত্রী । এরপর থেকেই ধীরে ধীরে তাঁর শরীর খারাপ হতে শুরু করে তাঁর ।
সুব্রতর মুখোপাধ্যায়ের অ্যাঞ্জিয়োগ্রাফি হওয়ার কথা শোনা গেলেও পরিবারের তরফে তা নিশ্চিত করা হয়নি । আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল । বর্তমানে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ।