Home hs result উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৪৯৯

উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৪৯৯

এসিএন লাইফ নিউজ ডেক্স, ২২ জুলাই : প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল । আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন সংসদ সভাপতি মহুয়া দাস । সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৪৯৯ বলে জানান তিনি । এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ লক্ষ। মোট পাসের হার ৯৭.৬৯ শতাংশ । রাজ্যের সব জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি । ৬০ শতাংশের বেশি পাস করেছে ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন । বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৯.২৮ শতাংশ, কলা বিভাগে পাসের হার ৯৭.৩৯ শতাংশ, বাণিজ্য বিভাগে পাসের হার ৯৯.৮ শতাংশ । প্রথম দশে আছেন ৮৬ জন ।

 

 

 

 

 

 

 

 

 

মহুয়া দাস বলেন, ইতিহাসে এই প্রথমবার এককভাবে সর্বোচ্চ ৪৯৯ পেয়েছেন এক ছাত্রী । ওই ছাত্রী মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানান তিনি । আগামীকাল বেলা ১১টায় সংসদের ৫২টি কেন্দ্র থেকে মার্কশিট বিতরণ করা হবে । বিদ্যালয়ের প্রতিনিধিরা মার্কশিট সংগ্রহ করতে পারবেন ।

 

 

 

 

 

 

 

এবছর করোনা পরিস্থিতিতে মাধ্যমিকের মতো হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষা । বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশেষ ফর্মুলায় হয়েছে মূল্যায়ন। মহুয়া দাস জানিয়েছেন, এবার মোট পরীক্ষার্থী সংখ্য়া ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন । এ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী । সংখ্যালঘুদের পাশের হার ৯৭.৪৬ শতাংশ, তফসিলি জাতি-উপজাতিদের পাসের হার ৯৭.৩৩ শতাংশ । ৯০ থেকে ১০০ শতাংশ পেয়েছেন ৯ হাজার ১৩ জন । ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছেন ৪৯ হাজার ৩৭০ জন ।

 

 

 

 

 

 

 

 

Most Popular

মালাইকা কি হতে চলেছে মা?

অভিনেত্রীর ঘনিষ্ঠদের কাছে থেকে পাওয়া খবর, মালাইকা অন্তঃসত্ত্বা। আগামী মাসেই লন্ডন পাড়ি দেবেন অর্জুন-মালাইকা। সেখান থেকেই এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন...

সমকামিতার ‘অপরাধে’ ৭ মাস কারাদণ্ডের নির্দেশ।

জাভা দ্বীপপুঞ্জের এক বাহিনীতে নিযুক্ত ছিলেন দু’জন। তাঁদের ‘অপরাধ’, তাঁরা দু’জনেই সমকামী। যৌনসম্পর্কে লিপ্তও হয়েছিলেন তাঁরা। সেই কারণে ৭ মাস কারাবাসের নির্দেশ দিল ইন্দোনেশিয়ার...

৮ বছরের বালককে গিলে খেল অতিকায় কুমির!

কুমিরের পেটে গেল ৮ বছরের জুলিয়ো ওতেরো ফার্নান্ডেজ। অসহায় হয়ে দাঁড়িয়ে দেখতে হল মা, বাবা, ভাইবোনেদের।ভাইবোনেদের সঙ্গে নদীর হাঁটুজলে নেমে মাছ ধরছিল জুলিয়ো। ভাইবোনেরা...

স্মার্ট মিটার’ বসতে চলেছে রাজ্যে

বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে অরূপ জানান, রাজ্যজুড়ে ৩৭ লক্ষ ‘স্মার্ট মিটার’ বসানোর পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বসানো...

Recent Comments