এসিএন লাইফ নিউজ, ৩ অক্টোবর : গণনা যত এগোচ্ছে ভোটের ব্যবধান তত বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের । তৃতীয় রাউন্ডের গণনায় ৯৯৭৪ ভোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভবানীপুরে ১২৪৩৫ ভোটে এগিয়ে তিনি ।
অন্যদিকে, মমতার জয়ে কালীঘাটে উড়ছে সবুজ আবির । মালদায় পথচলতি মানুষকে মিষ্টিমুখ তৃণমূলের । গড়বেতায় নাচ তৃণমূলকর্মীদের ।
জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন । সামশেরগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ।