এসিএন লাইফ নিউজ, ৩ অক্টোবর : বেলা গড়াচ্ছে । বাড়ছে ভোটের ব্যবধানও । অষ্টম রাউন্ড শেষে ২৭ হাজার ৫০২ ভোটে এগিয়ে গেলেন মমতা । দশম রাউন্ড শেষে ভবানীপুরে মমতার ভোটের ব্যবধান ৩১ হাজার ৬৪৫ ।
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের ব্যবধান বাড়ার সাথে সাথে দিকে দিকে কর্মী-সমর্থদের উল্লাসের ছবি ধরা পড়ছে । কালীঘাটে উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকরা । ঢাক-ঢোল বাজিয়ে উচ্ছ্বাসে মেতেছেন তাঁরা । আবির খেলা, বাজি ফাটানোর মধ্যে দিয়ে উচ্ছ্বাসে মেতেছেোন কর্মীরা ।
অন্য দিকে, জঙ্গিপুরে ১৫ হাজার ৭৪৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন । সামশেরগঞ্জে ৬ হাজার ৪০৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম । সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরেও তৃণমূল ভাল ভোটের ব্যবধানে এগিয়ে থাকায় কোথাও বাজি ফাটিয়ে, কোথাও আবির খেলে আনন্দে মেতেছেন তৃণমূল কর্মীরা ।