এসিএন লাইফ নিউজ, ৩ অক্টোবর : ভবানীপুর উপনির্বাচনেপোস্টাল ব্যালট গণনায় এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় । খবর নির্বাচন কমিশন সূত্রে । ভবানীপুরে মোট ২১ রাউন্ড গণনা হবে ।
প্রথম রাউন্ডের শেষে ২ হাজার ৮০০ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ।দ্বিতীয় রাউন্ড শেষে প্রায় ২৪০০ ভোটের ব্যবধানে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় । ভবানীপুরে পোস্টাল ব্যালটের গণনা শেষ । গণনায় এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় । গণনা শেষে ২৭৯৯ ভোটে এগিয়া তিনি । প্রথম রাউন্ডের গণনায় ৩৬৮০ ভোট পেলেন মমতা বন্দ্য়োপাধ্যায় ।
অন্যদিকে, জঙ্গিপুরে ১৭১৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রার্থী জাকির হোসেন । সামশেরগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ।
এদিকে, ফিরহাদ হাকিমের দাবি, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের লিড হবে পঞ্চাশ থেকে আশি হাজার ।