এসিএন লাইফ নিউজ, ২৯ অক্টোবর : অবশেষে লোকাল ট্রেন চালানোর অনুমতি দিল রাজ্য । আগামী ১ নভেম্বর থেকে চলবে লোকাল ট্রেন । শুরুতে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালু করার ছাড়পত্র দিয়েছে রাজ্য ।
এতদিন পর্যন্ত বেশ কিছু স্টাফ স্পেশান ট্রেন চলছিল । আর তাতে ভিড় ছিল উপচে পড়ার মতো । শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলার ফলে এতদিন সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা । এবার থেকে সেই সমস্যার অবসান হতে চলেছে ।
উল্লেখ্য়, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যে রাত্রিকালীন কড়াকড়ি (Night curfew) বহাল থাকবে । ইতিমধ্যেই ৫০ শতাংশ থেকে বেড়ে ৭০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা চালানোর ছাড়পত্র মিলেছে । কালীপুজো, দীপাবলির জন্য ২-৫ নভেম্বর রাত্রিকালীন কড়াকড়িতে ছাড় দেওয়া হয়েছে । পাশাপাশি ছটপুজোর জন্য ১০-১১ নভেম্বর রাত্রিকালীন কড়াকড়িতে ছাড় রয়েছে ।