এসিএন লাইফ নিউজ, ১৫ নভেম্বর : করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্যে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান । ইতিমধ্যেই সরকারের তরফে গাডলাইন দিয়ে দেওয়া হয়েছে । জানানো হয়েছে নিয়মবিধি ।
২০ মাস পর আগামীকাল থেকে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে ছাত্র-ছাত্রীরা । সোম থেকে শনি প্রতিদিনই ক্লাস হবে । নবম ও একাদশ শ্রেণির পড়ুয়া স্কুলে আসবে সকাল সাড়ে নটায় । সকাল ১০টা থেকে তাঁদের ক্লাস শুরু হবে । চলবে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত । পাশাপাশি দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে আসবে সকাল সাড়ে দশটায় । ক্লাস শুরু হবে ১১টায়, চলবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ।
একাদশ ও দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষাও ১৬ নভেম্বর থেকে স্কুল নিতে পারবে । তবে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে ।
হস্টেলে আইসোলেশন রুম রাখার কথা জানানো হয়েছে । নির্দেশিকায় আরও বলা হয়েছে পড়ুয়ারা আংটি, বালা, হার-সহ কোনও গয়না পরতে পারবে না ।
নিজের টিফিন ও জলের বোতল সঙ্গে নিয়ে যাওয়ার কথাও নির্দেশিকায় বলা হয়েছে ।