Home অভিযোগ জাল নোটের কারবার এবং ব্যাঙ্ক জালিয়াতিতে সবচেয়ে উপরে পশ্চিমবঙ্গ,

জাল নোটের কারবার এবং ব্যাঙ্ক জালিয়াতিতে সবচেয়ে উপরে পশ্চিমবঙ্গ,

জাল নোটের কারবার এবং ব্যাঙ্ক জালিয়াতিতে সবচেয়ে উপরে পশ্চিমবঙ্গ, ।

এনসিআরবি রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে গত বছর জাল নোট এবং ভুয়ো ব্যাঙ্ক সংক্রান্ত ৮২টি অভিযোগ সামনে উঠে এসেছিল। এর পরই তালিকায় নাম রয়েছে অসমের। অসমে ৭৫টি অভিযোগ নথিভুক্ত হয়েছিল।সম্প্রতি প্রকাশ্যে এসেছে কেন্দ্রের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র রিপোর্ট। আর সেই রিপোর্ট অনুযায়ী, গত বছরের মতো এই বছরেও কলকাতা ভারতের সব থেকে নিরাপদ শহর।

আর এই নিয়ে পশ্চিমবঙ্গবাসীর গর্বের অন্ত নেই। তবে কলকাতার পাশাপাশি রাজ্যও এক তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে।এনসিআরবি-র রিপোর্ট বলছে, গত বছর দেশের বাকি রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গে সব থেকে বেশি জাল নোট এবং ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত অপরাধের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে গত বছর জাল নোট এবং ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত মোট ৮২টি অভিযোগ সামনে উঠে এসেছিল। পশ্চিমবঙ্গের পরই এই তালিকায় নাম রয়েছে অসমের।

অসমে ৭৫টি অভিযোগ নথিভুক্ত হয়েছিল। তালিকায় তিন নম্বরে রয়েছে তামিলনাড়ু। অভিযোগের সংখ্যা ৬২।এনসিআরবি রিপোর্ট বলছে, ২০২১ সালে ভারতে মোট ৬৮৮টি জাল নোট এবং ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ নথিভুক্ত রয়েছে। প্রায় ২০ কোটির টাকার উপরে জাল নোট বাজেয়াপ্তও হয়েছে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments