Home খবর রাঁচীতে কী পাঠালেন লিয়ো?

রাঁচীতে কী পাঠালেন লিয়ো?

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বাড়িতে উপহার পাঠিয়েছেন বিশ্বকাপ জয়ী মেসি।ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কাছে। তাঁর মেয়ে জিভার জন্য নিজের সই করা জার্সি পাঠিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।ধোনির ফুটবল প্রীতির কথা সবার জানা। ক্রিকেট শুরুর আগে ফুটবল খেলতেন তিনি। স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার। ক্রিকেট শুরু করার পরেও ফুটবলের প্রতি ভালবাসা তাঁর যায়নি। সুযোগ পেলেই ফুটবল পায়ে মাঠে নেমে পড়েন। ভারতীয় দলে খেলার সময়ও অনুশীলনে নিয়ম করে ফুটবল খেলতেন তিনি।নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধোনির সই করা জার্সির ছবি দিয়েছেন জিভা।

সেখানে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার জার্সি পরে হাসিমুখে ছবি তুলেছেন তিনি। ক্যাপশনে লেখা, ‘‘যেমন বাবা, তেমন মেয়ে।জিভাও যে বাবার মতো ফুটবল ভালবাসে তা তার আর্জেন্টিনার জার্সি গায়ে ছবি দেখেই বোঝা যাচ্ছে।দলের খেলা থাকলে মাঝেমধ্যেই গ্যালারিতে দেখা যেত তাঁকে। সঙ্গে থাকতেন তাঁর মেয়েও।এর আগে মেসির সই করা জার্সি উপহার পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। কাতার বিশ্বকাপ থেকে তাঁর জন্য এই উপহার নিয়ে এসেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা।

আর্জেন্টিনার ফুটবল নিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীদের একাংশের আবেগের কথা জানেন আর্জেন্টিনার অধিনায়ক। জানেন তাঁর অসংখ্য ভক্ত রয়েছেন ভারতেও। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলে গিয়েছেন তিনি। জানেন ভারতে ক্রিকেটের জনপ্রিয়তার কথাও। তাই বিশ্বকাপের আসর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয়ের জন্য নিজের একটি জার্সি পাঠিয়েছেন মেসি।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments