কেরিয়ারের শুরু হয় ওড়িয়া সিনেমা জগৎ থেকে। আর এতবছর ইন্ডাস্ট্রিতে থাকার দরুন তার জনপ্রিয়তাও কম নয়। আর সম্প্রতি রচনার কিছু গোপন কাহিনী প্রকাশ্যে এসেছে।প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা ব্যানার্জি দুজনে মিলে বহু ছবি উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। কিন্তু প্রসেনজিৎ-র সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ঠিক কেমন ছিল? তাই নিয়ে মুখ খুলেছেন তিনি।শাশ্বত চট্টোপাধ্যায় জানতে চান সেই নিয়ে।
রচনা হাসির ছলে বলেন, কেন প্রসেনজিৎ ভাবলেন না রচনার সঙ্গেও প্রেম করা যায়? শুধু তাই না, প্রসেনজিৎ-র বেশকিছু গোপন রহস্যও ফাঁস করেছিলেন অভিনেত্রী। বুম্বাদার কিছু গোপন রহস্যও ফাঁস করেছেন তিনি।পর্দায় যিনি দাপুটে হিরো, ব্যক্তিজীবনে তিনি বেজায় ভীতু। অভিনেত্রীর কথায়, সবচেয়ে বেশি ভয় লাগত প্রসেনজিৎ-র সঙ্গে কনসার্ট করার সময়। আবার সেইসাথে কারণটাও বেশ যথেষ্ট মজার।
রচনা আরো জানিয়েছেন, কোথাও প্রোগ্রাম থাকলে হাতে অনেকটা সময় নিয়ে বেরোতেন তিনি। গাড়ি কোনোভাবেই ৪০-র ওপরে ওঠানো যাবেনা।যে রাস্তা ৩ ঘন্টায় যাওয়া যায় সেই রাস্তা তিনি ৬ ঘন্টায় যেতেন।শেষে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও অনেক কথা বলেন ।