এশিয়া কাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পরে সবার প্রশ্ন, টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন খেলবেন রোহিত শর্মারা। সংবাদমাধ্যমে এই প্রশ্নের জবাবে রুদ্রপ্রতাপ বলেন, ‘‘এশিয়া কাপে ব্যর্থতার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে জেতার দাবিদার বলা যাবে না। কারণ, বিশ্বকাপে আরও কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে রোহিতদের।’’
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং বিশ্বকাপের জন্য এখনও দল ঘোষণা করেনি বিসিসিআই। তবে দলে মহম্মদ শামি ও কুলদীপ যাদবকে খেলানো উচিত বলে মনে করছেন রুদ্রপ্রতাপ।তিনি বলেন, ‘‘ভারত যদি বিশ্বকাপ জিততে চায় তা হলে দলে এত বদল করলে হবে না। বিশ্বকাপে যারা খেলবে তাদেরই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলাতে হবে।
তবেই একটা ভাল দল তৈরি হবে। ১১-১২ জন ক্রিকেটারকে ক্রমাগত খেলাতে হবে। নইলে বিশ্বকাপে ভারত ভাল খেলতে পারবে না।’’রোহিতদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার দাবিদার মনে করছেন না ভারতের প্রাক্তন ক্রিকেটার রুদ্রপ্রতাপ সিংহ।এক্ষুনি কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটা সময় বলবে।